[Ubuntu-BD] উবুন্টু গ্লোবাল জ্যাম -- উবুন্টু ১২.১০ (কোয়ান্টাল কুইটজাল)
শরীফ আহম্মেদ মল্লিক
sa.mollick at gmail.com
Thu Sep 6 03:54:42 UTC 2012
উবুন্টু গ্লোবাল জ্যাম এমন একটি আয়োজন যেখানে উবুন্টু প্রেমিরা একত্রিত হয়ে
উবুন্টুর আসন্ন আগামী সংস্করনের মান উন্নয়নের চেষ্টা করে থাকেন। এই আয়োজনটি
দীর্ঘ তিনদিন ধরে উৎসবের আমেজে সারা বিশ্বের উবুন্টুর লোকাল কমিউনিটি ও
আগ্রহীদের দ্বারা আয়োজিত ও পালিত হয়ে থাকে। উবুন্টু গ্লোবাল কমিউনিটি উবুন্টু
১২.১০ (কোড নেম - কোয়ান্টাল কুইটজাল) এর জন্য উবুন্টু গ্লোবাল জ্যাম এর তারিখ
ঘোষণা করেছে। এবারের গ্লোবাল জ্যাম হবে ৭-৯ই সেপ্টেম্বর ২০১২ইং অবদি।
আগামী ৭ই সেপ্টেম্বর ২০১২ইং রোজ শুক্রবার বাংলাদেশের উবুন্টু প্রেমিদেরকে
সাথে নিয়ে এই আয়োজনটি করবে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ। আগ্রহ
থাকলে উবুন্টু গ্লোবাল জ্যাম এর আরো বিস্তারিত জেনে নিন --
https://wiki.ubuntu.com/UbuntuGlobalJam লিংক থেকে।
আয়োজনের বিস্তারিত:
তারিখ: ৭ই সেপ্টেম্বর ২০১২ইং, শুক্রবার
স্থান: টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সময়: বিকাল ৩:০০ মি: থেকে সন্ধা ৬:৩০ মি:
আয়োজনে আমরা সবাই মিলে যা যা করবো:
=> উবুন্টু ১২.১০ আলফা টেস্টিং ও বাগ রিপোর্টিং
=> উবুন্টু ১২.১০ এর বাংলা অনুবাদ
আশা করি সকল বাংলাদেশী উবুন্টু প্রেমিগণ আয়োজনে সক্রিয় অংশগ্রহন করবেন। আয়োজন
বিষয়ে আপনাদের কারও কোন পরামর্শ থাকলে জানাবেন। সকলের পরামর্শ পেলে খুশিই হবো।
--
শরীফ আহম্মেদ মল্লিক
স্বেচ্ছাসেবী সদস্য, উবুন্টু বাংলাদেশ
স্বেচ্ছাসেবী সদস্য, এফওএসএস বাংলাদেশ
মুঠোফোন- ০১৯২২৮০২৭২৪, ০১৬৭৪৮৫৫০৪৯
*____________________________________________
*স্বাধীনতা <http://www.samollick.net> , প্রযুক্তি
ফোরাম<http://www.forum.primex-bd.com>
*
*
More information about the ubuntu-bd
mailing list