[Ubuntu-BD] লগ ইন বা আউট করতে পারছি না
Md. Ibrahim Husain
meraj73 at gmail.com
Tue Feb 26 12:14:26 UTC 2013
আমি কিছু ডেক্সটপ এনভাইরনমেন্ট ব্যবহার করি। আমি একটা থেকে লগ আউট করে
আরেকটিতে লগ ইন করার সময় নতুন নাম চোখে পড়ায়, সেটাতে লগ ইন করি। যদিও
সেটার নাম মনে নেই। তো, এখন সেটা থেকে লগ আউট হতে পারসি না। অন্য কোনো
কিছুই করতে পারসি না। আমার মাউস কাজ করে, কিন্তু রাইট ক্লিক করলে কিছুই
আসেনা।
আমার ডেক্সটপের বর্তমান চেহারাঃ
http://img194.imageshack.us/img194/3670/img7234b.jpg
উপরের তারিখের বারটা ছাড়া কিছুই থাকে না। রিষ্টার্ট নেয়ার সময় এ্যারো কি
তে চাপ দিলে লেখা গুলো আসে।
সবচেয়ে গুরুত্বপুর্ন কথা, আমি tor browser ইন্সটল করার চেষ্টা করছিলাম।
ইন্সটল করার পর সেটাও রান করতে পারছিলাম না। তাই, অন্য ডেক্সটপ
এনভাইরনমেন্টে ট্রাই করতে চাচ্ছিলাম।
--
Md. Ibrahim Husain Meraj
More information about the ubuntu-bd
mailing list