[Ubuntu-BD] When is the release party of Ubuntu 16.04?

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Sat May 7 19:08:07 UTC 2016


রাসেল ভাই
২৫ এপ্রিল, ২০১৬ ১১:২২ am এ তে, আব্দুল্লাহ আল মামুন রাসেল <
joy.dtech at gmail.com> লিখেছে:

> কথা এগুলো ? আমি কজন মানূষের দেখা পাওয়ার অপেক্ষায় ছিলাম ;)
>

আশা করি আপনার অপেক্ষার প্রহর শেষ হবে, জলদিই। ;)

আসন্ন ১৩ই মে শুক্রবার, বিকাল ৪টা থেকে ৬টা ব্যাপী এই প্রকাশনা উদযাপনের
আয়োজনটা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজনের বিষয়ে আমি
প্রস্তাবনা রাখছি।

সবার মতামত প্রত্যাশা করি।
-- 
রিং
+8801511411437

মহাসচিব
এফওএসএস বাংলাদেশ


More information about the ubuntu-bd mailing list