[Ubuntu-BD] When is the release party of Ubuntu 16.04?

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Sat May 14 18:11:47 UTC 2016


স্নেহের মাটিন
১৪ মে, ২০১৬ ৬:৩৩ pm এ তে, Maksudur Rahman Maateen <ugcoderbd at gmail.com>
লিখেছে:

> একজন নবীন সদস্য হিসেবে আমার আসার ইচ্ছা ছিল কিন্তু পরীক্ষার জন্য আসা হয়নি।
>

আগামী ১৬.১০ এর প্রকাশণা উদযাপনে অংশগ্রহনে অগ্রীম সুযোগ সৃষ্টি করবে আশা
রাখি। আইবাস অভ্রের ২য় সংস্করনটা নিয়ে কথা বলবার অগ্রীম আহবান জানিয়ে রাখলাম।
:)

আর শাহান তো ফাঁকি মারতেছো সেই ১৪.০৪ থেকেই। :)
-- 
রিং
+8801511411437

মহাসচিব
এফওএসএস বাংলাদেশ


More information about the ubuntu-bd mailing list