[ Ubuntu-BD ] Installing ubuntu in THP

রুবন roobon at gmail.com
Wed Aug 20 13:05:34 BST 2008


অসংখ্য ধন্যবাদ নাসিম ভাই।
অনেক কিছু শিখতে পারছি আপনার কাছ থেকে। লিনাক্সের জন্য Apt, up2date ইন্সটল
করেছিলাম http //www.linux.com/articles/45381। কিন্তু ব্যবহার করতে পারছি না।
nautilus-script-collection-svn বা rapidsvn ইন্সটল করে দেখি। ব্যবহার করতে
পারি কিনা। তবে কোনটি সবথেকে ভালো হবে ফিচার বেশী পাবো এটা এখনো বুঝতে পারছি
না।
অনেক কাজের চাপে আছি। লিনাক্স এ সবকিছু ব্যবহার উপযোগী করতে না পারলে আবার
উইন্ডোজে ফিরে যেতে হবে। www.votebd.org সাইটটাতে কিছু এডিশনাল প্লাগইন লাগাতে
হবে। আগামী মাসে এখানে উপজেলা নির্বাচনের প্রার্থীদের তথ্য এন্ট্রির কাজ হবে।

- রুবন

2008 আগস্ট 20 17:36 এ তে, Nasimul Haque <nasim.haque at gmail.com> লিখেছে:

> 2008/8/20 রুবন <roobon at gmail.com>
>
> > আমি টরটয়েজ সফ্টওয়্যার <http://tortoisesvn.net/> ব্যবহার করছিলাম
> > স্প্রিংলুপের<http://springloops.com/>জন্য। এখন লিনাক্সে কি ব্যবহার
> > করবো?
> >
>
> nautilus-script-collection-svn ব্যবহার করতে পারেন। সিন্যাপটিকেই পাবেন এটা।
> ফাইল ম্যানেজার (nautilus) এ টরটয়েজের মতই ব্যবহার করতে পারবেন। তবে এত ফিচার
> এটাতে নেই। সাবভার্সন কমান্ড-লাইনে ব্যবহার করাটা উত্তম।
>
> আর স্ট্যান্ড এলোন গ্রাফিক্যাল ক্লায়েন্ট চাইলে rapidsvn ব্যবহার করতে পারেন।
>
> অফটপিকঃ সাবভার্সন বাদ দিয়ে পারলে git ব্যবহার করুন। অসাধারণ জিনিষ এটা।  কোড
> নিয়ে যা খুশী তাই করতে পারবেন। সাবভার্সনের মত কমিট করার আগে মার্জিং নিয়ে
> দুশ্চিন্তা করতে হবে না।  এখানে (
> http://forum.projanmo.com/viewtopic.php?id=6864 ) ছোট্ট করে একটু লিখেছিলাম
> এটা নিয়ে আর এই হচ্ছে অফিশিয়াল টিউটোরিয়াল (
> http://www.kernel.org/pub/software/scm/git/docs/gittutorial.html )।
>
> www.assembla.com গিট সাপোর্ট করে। এছাড়াও github.com ও ভালো।
>
> --
> M. Nasimul Haque, M.Sc.(SUST)
> Wessex Institute of Technology
> Southampton, UK
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
-----------------------------------------------------------------------------------------------------------------
Syed Ziaul Habib (Roobon), Program Officer
The Hunger Project-Bangladesh,
Volunteer Web Programmer of shujan.org
Team member and contributor of biggani.org,
Contributor photographer of photoshare.org
Technology writer of jaijaidin.com
Blog: roobon.wordpress.com


More information about the ubuntu-bd mailing list