[ Ubuntu-BD ] Installing ubuntu in THP

Nasimul Haque nasim.haque at gmail.com
Wed Aug 20 13:14:30 BST 2008


2008/8/20 রুবন <roobon at gmail.com>

> অসংখ্য ধন্যবাদ নাসিম ভাই।


> অনেক কিছু শিখতে পারছি আপনার কাছ থেকে। লিনাক্সের জন্য Apt, up2date ইন্সটল
> করেছিলাম http //www.linux.com/articles/45381। কিন্তু ব্যবহার করতে পারছি
> না।
>

APT হচ্ছে আপনার উবুন্তু প্যাকেজ ম্যানেজার। এই যে এতসব সফটওয়্যার ইনস্টল করছেন
এগুলো সব এই সফটওয়্যারের মাধ্যমে। up2date ও এরকম প্যাকেজ ম্যানেজার কিন্তু
সেটা রেডহ্যাটের জন্য। উবুন্তুতে এটা কাজ করবে না।

nautilus-..-svn ইনস্টল করলেই আপনার subversion ইনস্টল হবে। তখন আপনার ঐ
লিঙ্কের টিউটোরিয়াল ফলো করতে পারবেন।

নাসিম

-- 
M. Nasimul Haque, M.Sc.(SUST)
Wessex Institute of Technology
Southampton, UK


More information about the ubuntu-bd mailing list