ধন্যবাদ শাহরিয়ার ভাই। আসলে হার্ডডিস্ক পার্টিশনিং সম্পর্কে আমার ধারণা কম। নিজে xp ইন্সটল করেছি মাত্র দুই'বার। কিভাবে সোয়াপ ফাইল রাখতে হয় আমার সে সম্পর্কে কোনো ধারণা নেই। আসলে নানাজনের পরামর্শ পড়ে আমার মাথা একটু এলোমেলো হয়ে গেছে। আপনি যদি আমাকে উবুন্টু ইন্সটল প্রথম থেকে শেষ পর্যন্ত সহজভাবে বলেন তাহলে কৃতজ্ঞ থাকব।