[ Ubuntu-BD ] ubuntu বিষয়ে সাহায্য চাই
Shahriar Tariq
shahriar at linux.org.bd
Sat Aug 30 08:23:56 BST 2008
2008/8/30 saiful islam <jewelctg07 at gmail.com>
> ধন্যবাদ শাহরিয়ার ভাই। আসলে হার্ডডিস্ক পার্টিশনিং সম্পর্কে আমার ধারণা কম।
> নিজে xp ইন্সটল করেছি মাত্র দুই'বার। কিভাবে সোয়াপ ফাইল রাখতে হয় আমার সে
> সম্পর্কে কোনো ধারণা নেই। আসলে নানাজনের পরামর্শ পড়ে আমার মাথা একটু এলোমেলো
> হয়ে গেছে। আপনি যদি আমাকে উবুন্টু ইন্সটল প্রথম থেকে শেষ পর্যন্ত সহজভাবে বলেন
> তাহলে কৃতজ্ঞ থাকব।
>
আচ্ছা সাইফুল ভাই একটু অপেক্ষা করতে পারবেন আজকের দিনটা?? রাতে এসে আমি
টিউটোরিয়াল লিখে ফেলবো স্ক্রিনশটসহ। (আর কারও কাছে বাংলায় ইনস্টলেশন প্রক্রিয়া
থাকলে তারা দিতে পারেন। সেই সাথে অনুরোধ করবো উবুন্টু বাংলাদেশ সাইটে আপডেট
দেয়ার জন্য)
ধন্যবাদ সবাইকে
শাহরিয়ার
More information about the ubuntu-bd
mailing list