[Ubuntu-BD] উবুন্টু ৮.১০ সহায়িকাটি বাংলায় করতে সাহায্য করবেন কি ?

9el lenin at phpxperts.net
Wed Jan 14 15:01:21 GMT 2009


*উবুন্টু ৮.১০ সহায়িকাটি বাংলায় করতে সাহায্য করবেন কি ?* ১৪ ই জানুয়ারি, ২০০৯
রাত ৮:৪০ নিঃসঙ্গ <http://www.somewhereinblog.net/blog/Rahii1blog> শেয়ার
করুন:  <http://www.somewhereinblog.net/share/del/Rahii1blog/28897560>
<http://www.somewhereinblog.net/share/mydigg/Rahii1blog/28897560>
<http://www.somewhereinblog.net/share/furl/Rahii1blog/28897560>
<http://www.somewhereinblog.net/share/blinklist/Rahii1blog/28897560>
<http://www.somewhereinblog.net/share/reddit/Rahii1blog/28897560>
<http://www.somewhereinblog.net/share/technorati/Rahii1blog/28897560>
<http://www.somewhereinblog.net/share/myweb2/Rahii1blog/28897560>
<http://www.somewhereinblog.net/share/ments/Rahii1blog/28897560>
<http://www.somewhereinblog.net/share/newsvine/Rahii1blog/28897560>  [image:
Facebook]<http://www.somewhereinblog.net/share/facebook/Rahii1blog/28897560>

 আমি লিনাক্স ব্যাবহার করি শুক্কুরে শুক্কুরে ৮ দিন হইলো মাত্র। উবুন্টু
ব্যাবহার করতে গিয়ে ছোট খাটো অনেক সমস্যা পরি। সমস্যা গুলোর সমাধান গুগলে সার্চ
দিয়ে দিয়ে নিজেই সমাধান করার চেষ্টা করি। বাংলা উইকিপিডিয়ার জন্য আমি কিছুই
করি নাই। না করার কারনটা হইলো উইকির ব্যাপার বুঝিনা একটু আউলা ঝাউলা লাগে। সব
থেকে বড় কথাটা হচ্ছে আমার মত মূর্খরে দিয়ে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করা সম্ভব
না।
উবুন্টুর সহায়িকাটি পেলাম ইংরেজিতে এটায়ও উইকিপিডিয়ার মত বাংলায় এডিট করার
ব্যবস্থা আছে দেখে এক উবুন্টু পুরাতন ইউজার কে বললাম এই পেইজটা যদি বাংলায় করা
যায় তাহলে অনেক উবুন্টু ইউজার পাওয়া যাবে। উনিও সুন্দর করে বলে বসলেন আপনি শুরু
করেন দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে। হেল্প করবেন বলে কথাও দিলেন। গত কালকে এই
পেইজটাকে <http://ubuntuguide.org/wiki/Ubuntu:Intrepid_bn> বাংলায় করার জন্য
হাত দিলাম। কিছু শব্দ বাংলা করার জন্য অন্কুরের
<http://www.bengalinux.org/>বানানো অনুবাদক
অনলাইন <http://bengalinux.sourceforge.net/cgi-bin/anubadok/index.pl> ব্যবহার
করছি। সবাই মিলে যদি ৪-৫ লাইন করে ও এটা বাংলায় অনুবাদ করি তাহলে আমার মনে হয়
নতুন লিনাক্স ইউজার দের জন্য অনেক বড় একটা উপকার হয়।
আমি জানি বাংলায় লিনাক্স ইউজাদের সাহায্য করার জন্য আমাদের
প্রযুক্তি<http://forum.amaderprojukti.com/>,
প্রজন্ম <http://forum.projanmo.com/> সহ বেস কয়েকটা সাইট আছে। সবাই মিলে যদি
এই পেইজটাকে বাংলায় করতে পারি তবে আমার মত অনেক ইউজারের সাহায্য হবে।


More information about the ubuntu-bd mailing list