[Ubuntu-BD] উবুন্টু ৮.১০ সহায়িকাটি বাংলায় করতে সাহায্য করবেন কি ?
Faisal Ahmed
tusherr at gmail.com
Wed Jan 14 17:56:54 GMT 2009
ভাই আমি তো অলরেডি কয়েকটা প্রোজেক্ট ট্রান্সলেট করছি। তাই সময় পাবো কি না জানি
না। চেষ্ঠা করবো হেল্প করতে । আমার বড় প্রব্লেম হচ্ছে আমার টাইপিং স্পিড কম।
১৪ জানুয়ারী, ২০০৯ ৯:০১ অপরাহ্ণ এ তে, 9el <lenin at phpxperts.net> লিখেছে:
> *উবুন্টু ৮.১০ সহায়িকাটি বাংলায় করতে সাহায্য করবেন কি ?* ১৪ ই জানুয়ারি,
> ২০০৯
> রাত ৮:৪০ নিঃসঙ্গ <http://www.somewhereinblog.net/blog/Rahii1blog> শেয়ার
> করুন: <http://www.somewhereinblog.net/share/del/Rahii1blog/28897560>
> <http://www.somewhereinblog.net/share/mydigg/Rahii1blog/28897560>
> <http://www.somewhereinblog.net/share/furl/Rahii1blog/28897560>
> <http://www.somewhereinblog.net/share/blinklist/Rahii1blog/28897560>
> <http://www.somewhereinblog.net/share/reddit/Rahii1blog/28897560>
> <http://www.somewhereinblog.net/share/technorati/Rahii1blog/28897560>
> <http://www.somewhereinblog.net/share/myweb2/Rahii1blog/28897560>
> <http://www.somewhereinblog.net/share/ments/Rahii1blog/28897560>
> <http://www.somewhereinblog.net/share/newsvine/Rahii1blog/28897560>
> [image:
> Facebook]<
> http://www.somewhereinblog.net/share/facebook/Rahii1blog/28897560>
>
> আমি লিনাক্স ব্যাবহার করি শুক্কুরে শুক্কুরে ৮ দিন হইলো মাত্র। উবুন্টু
> ব্যাবহার করতে গিয়ে ছোট খাটো অনেক সমস্যা পরি। সমস্যা গুলোর সমাধান গুগলে
> সার্চ
> দিয়ে দিয়ে নিজেই সমাধান করার চেষ্টা করি। বাংলা উইকিপিডিয়ার জন্য আমি কিছুই
> করি নাই। না করার কারনটা হইলো উইকির ব্যাপার বুঝিনা একটু আউলা ঝাউলা লাগে। সব
> থেকে বড় কথাটা হচ্ছে আমার মত মূর্খরে দিয়ে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করা সম্ভব
> না।
> উবুন্টুর সহায়িকাটি পেলাম ইংরেজিতে এটায়ও উইকিপিডিয়ার মত বাংলায় এডিট করার
> ব্যবস্থা আছে দেখে এক উবুন্টু পুরাতন ইউজার কে বললাম এই পেইজটা যদি বাংলায় করা
> যায় তাহলে অনেক উবুন্টু ইউজার পাওয়া যাবে। উনিও সুন্দর করে বলে বসলেন আপনি
> শুরু
> করেন দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে। হেল্প করবেন বলে কথাও দিলেন। গত কালকে এই
> পেইজটাকে <http://ubuntuguide.org/wiki/Ubuntu:Intrepid_bn> বাংলায় করার জন্য
> হাত দিলাম। কিছু শব্দ বাংলা করার জন্য অন্কুরের
> <http://www.bengalinux.org/>বানানো অনুবাদক
> অনলাইন <http://bengalinux.sourceforge.net/cgi-bin/anubadok/index.pl>
> ব্যবহার
> করছি। সবাই মিলে যদি ৪-৫ লাইন করে ও এটা বাংলায় অনুবাদ করি তাহলে আমার মনে হয়
> নতুন লিনাক্স ইউজার দের জন্য অনেক বড় একটা উপকার হয়।
> আমি জানি বাংলায় লিনাক্স ইউজাদের সাহায্য করার জন্য আমাদের
> প্রযুক্তি<http://forum.amaderprojukti.com/>,
> প্রজন্ম <http://forum.projanmo.com/> সহ বেস কয়েকটা সাইট আছে। সবাই মিলে যদি
> এই পেইজটাকে বাংলায় করতে পারি তবে আমার মত অনেক ইউজারের সাহায্য হবে।
> --
> Ubuntu Bangladesh mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
Abu Faisal Ahmed
Junior Software Engineer
Hott Media Ltd.
House # 258
Road # 03
Baridhara D.O.H.S
Dhaka - 1212
Bangladesh
More information about the ubuntu-bd
mailing list