[Ubuntu-BD] আপনি কি মনে করেন? লিনাক্স কি আসলেই উন্ডোজের সমান সমান না?
Abhi
arup281 at gmail.com
Mon May 30 05:19:47 UTC 2011
আপনার প্রথম প্রশ্নের একটাই উত্তর- চিরদিন কারো সমান নাহি যায়, এখন
হয়তো জনপ্রিয়তা ও মার্কেট শেয়ারের দিক থেকে উইন্ডোজ এগিয়ে আছে,
কিন্তু অদূর ভবিষ্যতে অবশ্যই একদিন উইন্ডোজের সাথে শক্ত পাল্লা দেওয়ার
মত অবস্থানে লিনাক্স অবশ্যই আছে, আপনি কি জানেন যে খোদ মাইক্রোসফট নিজেই
উবুন্টুকে ডেক্সটপের জগতে নিজেদের প্রতিদ্বব্দী ভাবা শুরু করেছে? এমনকি
তারা উবুন্টু-বিরোধী প্রচার-প্রচারণা চালানোর মত কাজও করেছে, এই সম্পর্কে
আপনি নেটে একটু ঘাটাঘাটি করলেই প্রচুর তথ্য পাবেন। হয়তো কিছু প্রফেশনাল
সফটওয়্যারের ভালো বিকল্প পাওয়া না যাওয়ায় বা অন্য কোন সমস্যার কারনে
অনেকে লিনাক্স নিয়ে হতাশা প্রকাশ করেন বা উক্ত ব্যক্তির মত 'লিনাক্সের
অবস্থা ভালো না' এরকম ধারণা পোষন করেন, কিন্তু এই অবস্থা দ্রুত বদলাতে
শুরু করেছে, এখন অনেক নামকরা সফটওয়্যার ভেন্ডর নিজেদের প্রোডাক্ট
লিনাক্সে পোর্ট করতে শুরু করেছেন এবং এর পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
এমনকি অনেক গেমস নির্মাতা প্রতিষ্ঠান ও নিজেদের গেমসগুলোর লিনাক্স ভার্সন
তৈরি করছেন এখন। এসব সম্পর্কে অভ্রনীল ভাই ও শামীম ভাইয়ের বেশকিছু লিখা
আছে, সেগুলো পড়লেই আপনি আরো পরিষ্কার ব্যাপারটা বুঝতে পারবেন।
আপনার ২য় প্রশ্নের উত্তর-
এখানে আমরা সবাই ঘরের খেয়ে বনের মোষ তাড়াই, আমাদের মধ্যে অনেকেই ছাত্র,
অনেকে চাকরিজীবি, আমাদের এখানে কোনই স্বার্থ নেই বা আমরা এখান থেকে
দুপয়সা পাওয়ার জন্যও এসব কাজ করিনা। লিনাক্সের প্রতি ভালোবাসা ও
অন্যদের লিনাক্স বিষয়ে সাহায্য করার জন্যই আমরা কাজ করি। এখানে
টাকা-পয়সা বিষয়টি একেবারেই গৌণ। উবুন্টুর ক্যানোনিকাল বা অন্য কোন
লিনাক্স কোম্পানী থেকে আমরা কিছুই পাই না, অনেকটা স্বেচ্ছাশ্রমের মত
আমাদের এই কাজ। উক্ত অনুষ্ঠানে যাদের কাছ থেকে আপনি ডিভিডি কিনেছেন এই
বিক্রয় থেকে তাদের কি লাভ হয় তা উনারাই ভালো বলতে পারবেন।
আমি শুধু এটুকুই বলতে চাই লিনাক্স কমিউনিটি মানেই স্বেচ্ছাশ্রম ও নিজের
তাগিদ থেকে কাজ করা, এটাই ওপেনসোর্সের মূল দর্শন, এখানে টাকা পয়সা
রোজগারের চিন্তা বা কোন স্বার্থসিদ্ধির জন্য কোন কিছু করার কোন অবকাশ
নেই। এখানে কাজ করতে হয় ভালোবাসা থেকে। আমাদের লাভ এখানে বলতে গেলে
একটাই- আমাদের দেখাদেখি অনেকেই লিনাক্স ব্যবহার শুরু করছেন, অনেকেই
লিনাক্সের প্রতি আগ্রহী হচ্ছেন, যদি এমন কিছু হলেও মানুষ আমাদের দ্বারা
কোনভাবে উপকৃত হন তাহলে ধরে নিন সেটাই আমাদের লাভ।
On 5/30/11, Habib Kabir <kobir_eee at yahoo.co.uk> wrote:
> আজকে ফেজবুকে একটা লিংকে লিনাকস নিয়ে একটা লেখা পড়লাম।লেখাটা হল
> http://www.sachalayatan.com/ovroniil/39184 সেখানে দেখলাম মাহবুব মোর্শেদ
> নামে
> একজন কমেন্ট করেছে যে লিনাকস নাকি কখনওই উন্ডোজের সমান হতে পারবেনা। সে নিজেও
> নাকি
> একসময় লিনাকস ফেন ছিল, এখন নাকি সে বুঝতে পেরেছে যে উন্ডোজের সাথে পাল্লা
> দেবার
> অবস্থা নাকি লিনাক্সের নাই।
>
> আপনাদের কি মনে হয়? সামনেও কি এই অবস্তা থাকবে?
>
> আরেকটা প্রশ্ন ছিল সবার কাছে। আশা করি রাগ করবেননা। আপনারা যে লিনাকস বা উবন্টু
> নিয়ে খাটাখাটনি করছেন এতে আপনাদের লাভ কি? আপনারা কি কোন কোম্পানির কাছ থেকে
> বেতন
> বা সম্মানি পান? একবার লিনাক্সের একটা অনুষ্ঠানে ৬০-৭০ টাকায় একটা ডিভিডি
> কিনেছিলাম। একটা ফ্রি জিনিসের ডিভিডি এতদামে বিক্রি করে যে আয় রোজগার হচ্ছে
> সেটা কি
> লিনাকস বা উবন্টু কম্পানিতে একটা ভাগ দিতে হয়? কম্পানিকে ভাগ দেবার পর
> আপনাদের
> কাছে থাকে কতটুকু? আপনারা এসব প্রচার করে আর কি কি ভাবে লাভবান হন?
>
> আশকরি সবাই আমার প্রশ্নগুলোকে বাকা কিছু হিসেবে দেখবেননা। অনেকদিন ধরেই
> প্রশ্নগুলো
> মনে হচ্ছিল, তাই জিগ্গেস করে ফেললাম।
>
> সবাইকে ধন্যবাদ।
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
--
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>
More information about the ubuntu-bd
mailing list