[Ubuntu-BD] আপনি কি মনে করেন? লিনাক্স কি আসলেই উন্ডোজের সমান সমান না?
maSnun
mailbox at masnun.me
Mon May 30 06:12:01 UTC 2011
2011/5/30 Habib Kabir <kobir_eee at yahoo.co.uk>
> আজকে ফেজবুকে একটা লিংকে লিনাকস নিয়ে একটা লেখা পড়লাম।লেখাটা হল
> http://www.sachalayatan.com/ovroniil/39184 সেখানে দেখলাম মাহবুব মোর্শেদ
> নামে
> একজন কমেন্ট করেছে যে লিনাকস নাকি কখনওই উন্ডোজের সমান হতে পারবেনা। সে নিজেও
> নাকি
> একসময় লিনাকস ফেন ছিল, এখন নাকি সে বুঝতে পেরেছে যে উন্ডোজের সাথে পাল্লা
> দেবার
> অবস্থা নাকি লিনাক্সের নাই।
>
> আপনাদের কি মনে হয়? সামনেও কি এই অবস্তা থাকবে?
>
উইন্ডোজ কতদিন ধরে ডেভেলপ করা হচ্ছে আর লিনাক্স এর ডেভেলপমেন্ট কবে থেকে
উইন্ডোজের মত জোরদারভাবে শুরু হয়েছে একটু খোজ নিন । দুটো অপারেটিং সিস্টেমের
বয়সের ব্যবধান চিন্তা করুন । এবার চিন্তা করুন লিনাক্স কতটা দ্রুত অগ্রসর হয়েছে
।
সত্যি বলতে এই মুহূর্তে আমি উইন্ডোজকে এগিয়ে রাখব কারন লিনাক্সে এখনো সব
হার্ডওয়্যার সাপোর্ট পাবেন না, এটা লিনাক্সের দোষ না, হার্ডওয়্যার ভেন্ডরদের
গাফিলতি । আবার যে অপারেটিং সিস্টেমের মার্কেট শেয়ার কম সেটার পিছনে তারা সময়,
শ্রম কম দিবে, ড্রাইভার ছাড়তে গড়িমসি করবে এটাও স্বাভাবিক ।
তবে লিনাক্স এগিয়ে যাচ্ছে, বেশ দ্রুত গতিতে । ভবিষ্যতের কথা উপরওয়ালাই ভাল
জানেন, তবে আমি লিনাক্স নিয়ে আশাবাদী ।
>
> আরেকটা প্রশ্ন ছিল সবার কাছে। আশা করি রাগ করবেননা। আপনারা যে লিনাকস বা
> উবন্টু
> নিয়ে খাটাখাটনি করছেন এতে আপনাদের লাভ কি? আপনারা কি কোন কোম্পানির কাছ থেকে
> বেতন
> বা সম্মানি পান? একবার লিনাক্সের একটা অনুষ্ঠানে ৬০-৭০ টাকায় একটা ডিভিডি
> কিনেছিলাম। একটা ফ্রি জিনিসের ডিভিডি এতদামে বিক্রি করে যে আয় রোজগার হচ্ছে
> সেটা কি
> লিনাকস বা উবন্টু কম্পানিতে একটা ভাগ দিতে হয়? কম্পানিকে ভাগ দেবার পর
> আপনাদের
> কাছে থাকে কতটুকু? আপনারা এসব প্রচার করে আর কি কি ভাবে লাভবান হন?
>
এটার ভাগ কাউকে দিতে হয় না । আর সাধারণত এত চড়া দামে ডিভিডি বিক্রিও
সমর্থনযোগ্য না । অনেকেই আছে যারা ফ্রি সিডি-ডিভিডি বিতরণ করেণ। ভবিষ্যতে এ
ধরনের ডিভিডই টাকা দিয়ে না কিনে বিনিময় করুণ, এই অনুরোধ রইল ।
--
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*
More information about the ubuntu-bd
mailing list