[Ubuntu-BD] আপনি কি মনে করেন? লিনাক্স কি আসলেই উন্ডোজের সমান সমান না?

sagir khan sagir42 at gmail.com
Mon May 30 07:31:12 UTC 2011


লিনাক্সের অনেক সমস্যা আছে আমিও স্বীকার করছি তবে লিনাক্স যে হারে দ্রুত বৃদ্ধি
পাচ্ছে তাতে করে উইন্ডোজের অবস্থান অচিরেই নরবরে হবে এতে কোন সন্দেহ নেই। আমার
কাছে আই,ই,আর,(ঢা,বি,) এর এক বড় ভাই ফোন করেছিল উবুন্টু, অপেন অফিস, আর অপেন
সোর্স সম্পর্কে জানবে বলে। আমি জিজ্ঞাসা করলাম কেন ভাই? জিজ্ঞাসা করার কারন আমি
অনেক অবাক হয়েছিলাম। তিনি বললেন একটি এনজিওতে তার ভাইবা আছে। সেই এনজিও উবুন্টু
আর ওপেনসোর্স ব্যবহার করে। লিখিত পরীক্ষায় এই ব্যপারে প্রশ্ন ছিল। ভাইবাতেও
থাকবে। পরে তাকে আমি উবুন্টুর সিডি দিয়েছিলাম এবং অবশ্যই ফ্রিতে। তাহলে চিন্তা
করেন কিভাবে লিনাক্স আগাচ্ছে।
মনে রাখবেন উইন্ডোজ আর লিনাক্সের উদাহরন হল গুগল আর বাংলাদেশের কোন একটা সার্চ
ইঞ্জিনের মত। যেই গুগল সারা পৃথীবিতে চষে বেরাচ্ছে তাকে টেক্কা দিতে কয়েকদিন
আগে যেমন যাদুরকাঠিডটকম শুরু হওয়া সার্চ ইঞ্জিন কি সহজে পারবে? এর জন্য সমসয় ও
শ্রম দিতে হবে।

মনে রাখবেন উইন্ডোজে সমসয় দিচ্ছে কিছু অল্প সংখ্যাক মানুষ যারা অর্থের বিনিময়ে
তা করছে আর লিনাক্সে কাজ  করছে সারা দুনিয়া ব্যাপি মানুষ। কে বেশি ভাল কবরে/

আমরা লিনাক্সে কাজ করি বিনামূল্যে। কারন উইন্ডোজ একটি অপারেটিং সিসটেম কিন্তু
লিনাক্স একটি আদর্শও। তাই দুইয়ের তুলনা চলে না।

এখন লিনাক্সে এমন অনেক কিছু আছে যা উইন্ডোজে নেই। তাই আজকাল নেটে এমন অনেক সাইট
দেখি যারা সেগুলো উইন্ডোজে করার জন্য কাজ করছে। যেমন ওয়ার্ক স্পেস ইত্যাদি।
তাহলে কারা ভাল।

ভাই আমি লিনাক্স ব্যবহার করি কারন এটি আমাকে চুরি করতে শেখায় না। আর তাছাড়া বার
বার ভাইরাসে টিকা নেওয়ার মত এত ধৈর্য আমার নেই।

৩০ মে, ২০১১ ১:২০ pm এ তে, maSnun <mailbox at masnun.me> লিখেছে:

> 2011/5/30 Aniruddha Adhikary <aniruddha at adhikary.net>
>
> > উবুন্টু বাংলাদেশ অফিসিয়াল কিছু নয়। এটা শুধুমাত্র একটা ইউজার গ্রুপ।
> >
>
> আমি তো জানতাম এটা উবুন্টুর লোকাল টীম, অফিসিয়ালি স্বীকৃত ।
>
>
> >
> > তবে, আপনার অবগতির জন্য জানাচ্ছি, এই শখের বশে বানানো প্রজেক্টে বিশ্বের ৯৫%
> > সুপার কম্পিউটার, গুগল, ফেসবুক এর ওয়েবসার্ভার, এন্ড্রয়েড স্মার্টফোন, ঢাকা
> > স্টক এক্সচেঞ্জ, NASDAQ ইত্যাদি প্রতিষ্ঠানের সার্ভার চলছে।
> >
>
> এখানে একটা কথা আছে, লিনাক্স এর কিন্তু কমার্সিয়াল ভার্সন আছে । বড় বড়
> কোম্পানিগুলো অনুদান দেয় । একেবারে যে সবাই নিজের খেয়ে লিনাক্সে অবদান রাখে
> এরকম না । ক্যানোনিকালে যারা কাজ করে তারা কি বেতন নেন না?
>
>
>
> >
> > লিনাক্সকে ভিত্তি করে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অনেকেই ডোনেশন দিচ্ছে।
> > প্রতিষ্ঠানগুলো লিনাক্সকে সাহায্য করছে। ওপেনসোর্স সফটওয়্যারের শক্তি আপনি
> > কল্পনা করতে পারবেন না। অভ্র এবং বিজয়ের পার্থক্যগুলো দেখুন তো। কোনটা বেশি
> > ফিচারসমৃদ্ধ? বিজয় না অভ্র?
> >
>
> অভ্র কিন্তু পুরোপুরি ওপেনসোর্স না, এর কন্ট্রিবিউটর ও কিন্তু অল্প কয়েকজন ।
> তুলনাটা কি ঠিক হল?
>
>
>
> >
> > 2011/5/30 Habib Kabir <kobir_eee at yahoo.co.uk>
> >
> > > অনেক ধন্যবাদ আলোচনায় অংশগ্রহন করার জন্য।
> > >
> > > আমি নিজে ফুলটাইম লিনাকস ব্যবহারকারী নই, মাঝেমাঝে মিন্ট ব্যবহার করি।
> > লিনাকস
> > > ব্যবহারের মূল সমস্যা হচ্ছে এমএস অফিস। আমাকে এমএস অফিস খুব ব্যবহার করতে
> > হয়,
> > > যা
> > > কিনা ওপেন অফিসে একেবারেই ফরম্যাট ভেংগে যায়। এক্সেলের অনেক ফর্ম কাজ
> > করেনা।
> > > এমনি
> > > অনেক সমস্যা। সেজন্য আমি মনে করি যে এটা এখনো উইন্ডোজের সমকখ্য হয়নি।
> > > হার্ডওয়্যার
> > > আর গেমের কথা তো বাদই দিলাম। ডটনেট ও কাজ করেনা। অনেক সমস্যা।
> >
>
>
> গেম গুলো উইন্ডোজের জন্য বানানো । কিভাবে কাজ করবে বলুন? ডট নেট ও শুধু
> মাইক্রোসফট উইন্ডজের জন্য । এদেরকে বলুন লিনাক্স সাপোর্ট দিতে । এটা লিনাক্সের
> ফল্ট না । একটি গেম বা সফটওয়্যার কোন প্লাটফর্ম সাপোর্ট করবে তা পুরোপুরি
> ডেভেলপারের হাতে থাকে এটা নিশ্চই বোঝেন ।
>
> লিনাক্সের জন্য অনেক গেইম আছে । ডট নেট এর বিকল্প হিসেবে এর চাইতে ভাল জিনিস
> আছে । পাইথন ট্রাই করে দেখুন ।
>
>
>
> > >
> > > আমি জানতে চাইছিলাম যে এত এত সমস্যার পরও আপনারা কি মনে করেন যে উবন্টু
> > লিনাকস
> > > একদিন উন্ডোজের সমান সমান হবে? সবস সমস্যার সমাধান হবে কি? লিনাকস সমাজ
> এসব
> > > সমস্যাকে কিভাবে দেখছে? তাদের কি এসব সমাধানে কোন কর্মপরিকল্পনা আছে?
> >
>
> এত বিশাল প্রশ্ন । হ্যা হবে, কেননা লিনাক্সে অনেক কিছু আছে যা উইন্ডোজে নাই ।
> দুনিয়ার বড় বড় কোম্পানিগুলো লিনাক্সে সুইচ করছে । আজ যেমন আপনার অফিসের বা
> লেখাপড়ার কাজ উইন্ডোজ ছাড়া চলছে না, কাল এগুলো লিনাক্স ছাড়া চলবে না ।
>
>
>
> > >
> > > আরেকটা ব্যাপার অর্থনৈতিক যোগান না থাকলে কোন প্রজেক্টে কেউ লেগে থাকেনা।
> > তাই
> > > শুধু
> > > শখের বশে যারা লিনাকস ডেভলপ করে তারা কিন্তু ধারাবাহিকভাবে থাকবেনা।
> উন্ডোজে
> > > সফটওয়ার ডেভেলপ করে লোকজন টাকা-পয়সার জন্য, তাহলে লিনাকসে কেন সে ডেভেলপ
> > > করবে? সে ত
> > > টাকা পাচ্ছেনা? মানে রোজগার হচ্ছেনা।তাছাড়া শখের বশে বানানো সফটওয়ারের
> > চেয়ে
> > > প্রফেশনালী ডেভেলপ করা সফটওয়ার অনেক ভালো হবে - তাই নয় কি? শখের বানান
> > > সফটওয়ার দিয়ে
> > > প্রফেশনাল সফটওয়ারের সাথে প্রতিযোগীতা করা খুব কঠিন বলেই মনে হয়।আসলে এই
> > > ব্যাপারগুলাই ঠিকমত বুঝতে পারিনা।
> >
>
> রোজগারের ব্যপারটা উপরেই বলেছি । অনুদান আছে, কমার্সিয়াল প্রোডাক্ট + সার্ভিস
> আছে ।
>
>
> > >
> > > আমি যে অনুষ্ঠানের কথা বলছি সেটা গতবছর হয়েছিল, ঢাকা ভার্সিটিতে,
> > > মিন্টু-বনটুর
> > > আড্ডা বা এই ধরনের নাম। উবন্টু বাংলাদেশ যেই ডিস্ক দিয়েছিল ঐটা টাকা
> দিয়ে
> > > কিনে
> > > দেখেছিলাম যে কোন কাজের না - পুরো টাকাটাই নষ্ট হয়েছিল, কিন্তু দাম ছিল
> মনে
> > > হয় ৬০
> > > টাকা! ওটার কথাই বলছিলাম। এরপর থেকে আর কাউকে বিশ্বাস করিনা। উবন্টু
> > বাংলাদেশই
> > > যদি
> > > এরকম করে তাহলে অন্যরা কি করবে? এইটা অন্য কথা অবশ্য। তাই কেউ নিজের লাভ
> > ছাড়া
> > > নিসার্থভাবে কাজ করছে - এটাই বিশ্বাস হয়না। দয়া করে কেউ আবার কিছু মনে
> > > করবেননা।
> >
>
>
> দেখুন, হয়ত ঐ অনুষ্ঠানের খরচ চালাতে এমন করা হয়েছিল । তবে ব্যক্তিগতভাবে বা
> কোন
> প্রতিষ্ঠানের উদ্যোগে এমনভাবে লিনাক্সের সিডি ডিভিডি বিক্রি আমার মতে
> সমর্থনযোগ্য না । যদি নিজের শ্রমের মূল্যই নেন, তাহলে আপনি ব্যবসায়ী ।
> স্বেচ্ছাশ্রম বলে কিছু থাকছে না সেখানে ।
>
> --
> ***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
> *
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list