[Ubuntu-BD] আপনি কি মনে করেন? লিনাক্স কি আসলেই উন্ডোজের সমান সমান না?
samir
sam1487 at gmail.com
Mon May 30 08:28:27 UTC 2011
এখানে একটা ব্যপার পরিস্কার করা দরকার। দেখুন ভাই, উইন্ডোস ও লিনাক্স আসলে কি?
এরা দুটোই হচ্ছে অপারেটিং সিসটেম। দুটো জিনিস যখন তুলনা করব, তখন কিন্তু এই
সঙ্গাটি মাথায় রাখা প্রয়োজন। উইন্ডোস আসলে মাইক্রোসফ্ট এর একটি প্রোডাক্ট, যেমন
acrobat reader একটি adobe এর প্রোডাক্ট। উইন্ডোস এর সাথে আসলে আপনি কি কি
পাচ্ছেন? *ডেক্সটপ পিসির কথা মাখায় রেখে* আমি যদি ছোট একটি লিস্ট করি তাহলে
এরকম কিছু একটা হবে :
1. Generic (basic) hardware drivers
2. Internet browser application (Internet Explorer)
3. Painting application (MsPaint)
4. Calculator
5. Notepad
6. Wordpad, a very basic word processor.
7. Windows Medial Player
8. Some tiny games
একজন ডেক্সটপ ইউজার এরচেয়ে খুব বেশি কিন্তু ব্যবহার করেন না। খেয়াল করে দেখেন,
এখানে কিন্তু বেশ কিছু লিমিটেশন রয়েছে।
1. যেহেতু খুব বেসিক ড্রাইভার থাকে ডিফল্ট উইন্ডোস ইনস্টলেশনে, আপনাকে
কিন্তু *ভেন্ডর প্রভাইডেড* ড্রাইভার ইনস্টল করতেই হয় যদি আপনি আপনার
গ্রাফিক্স কার্ড চালাতে চান অথবা সাউন্ড কার্ড এর আউটপুট শুনতে চান।
2. Internet Explorer এর মত বাজে ব্রাউজার এখন পৃথিবীতে আর নেই (এটা নিয়ে
আপনি ঘেটে দেখতে পারেন)।
3. Notepad খুবই লাইট হয়েও আরকিছু জরুরী ফিচার দিতে পারতো, যেটা আসলে আমি
যখন লিনাক্সের ব্যপারে বলবো তখন ব্যখ্যা করব।
4. MS Office ইনস্টল করা সত্তেও Wordpad আপনি কখনো কি ব্যবহার করেছেন কোন
ডকুমেন্ট তৈরীর করার জন্য?
5. Windows Media Player দিয়ে এনকোডেড ভিডিও যেমন .avi, .mp4 এগুলো চলে না।
এই ফরম্যাট অনেক জনপ্রীয়।
এবার আসি লিনাক্সে। লিনাক্সের ডেক্সটপ ডিস্ট্রিবিউশন, যেমন উবুন্তু, আপনি
ইনস্টল করলেই নিচের এ্যাপলিকেশন গুলো পাচ্ছেন।
1. Generic hardware drivers
2. Firefox as the internet browser application
3. Gimp as picture editing software
4. A much powerful and interesting Calculator
5. gEdit, a very nice, powerful and light text editor
6. A complete *office suite* (word processor, presentation and
spreadsheet application)
7. Music and video player that play almost anything (if specified during
installation)
8. And many more...
এখন এই সফ্ট্ওয়ার গুলোর ব্যপারে কিছু কথা বলি
1. আমি যতবার ইনস্টল করে দেখেছি, খুব non-standard ডিভাইস না হলে লিনাক্সে
সেটার ড্রাইভার পেয়েছি। এবং সেই ড্রাইভার গুলো উইন্ডোসের ডিফল্ট ড্রাইভারগুলোর
চেয়ে অনেক গুন ভাল।
2. OpenOffice / Libre Office একটি সম্পুর্ন অফিস সুট। এখন এটা অন্যান্য
অফিস সুটের এর মত কি না, সেটা ভিন্ন প্রসঙ্গ। তবে এটা বলতে পারি আপনি পুরো একটি
অফিস সফ্টওয়ারে যা যা পাবেন, এখানে তার প্রায় সবই রয়েছে।
3. gEdit এর মতো লাইট একটি এডিটর বিভিন্ন ল্যান্গুয়েজের জন্য হাইলাইটিং
সুবিধা, ট্যাব ফিচার এবং স্পেলচেকিং ইত্যাদি দিয়ে থাকে। নোটপ্যাডের এর ধারের
কাছেও নয়।
আমার দিক থেকে এই হচ্ছে দুটো অপারেটং সিস্টেমের মোটামুটি ছোট একটি তুলনা।
এবার আসি সবচেয়ে আলচিত বিষয গুলোর একটি নিয়ে: MS Office. এটি কিন্তু সম্পূর্ন
আলাদা একটি সফ্টওয়ার, যেটি আপনি যদি আপনার পিসিতে উইন্ডোস ইনস্টল করে থাকেন,
তাহলে চালিয়ে দেথতে পারবেন। এখন যারা MS Office বানিয়েছে, তারা চেয়েছে এটি শুধু
উন্ডোসেই যাতে চলে (ম্যাকেও চলে আসলে), লিনাক্সের কথা ভেবে হয়ত তারা বানায়নি।
তাই আমরা লিনাক্সে চালাতে পারছি না (চালানো যায় আসলে)। এখন বলেন,
1. এটা কি উন্ডোসের ক্রেডিট?
2. লিনাক্সের লিমিটেশন
3. যারা অফিস বানিয়েছে তাদের দৃষ্টিভঙ্গীর সমস্যা?
এরকম MS Office এর মত অনেক সফ্টওয়ার আছে যেগুলোর সাপোর্ট লিনাক্সে দেয়া হয়নি।
এর কারন নিতান্তই হয় সেই সফ্টওয়ার কম্পানীর লিনাক্সের জন্য বানানোর ক্ষমতা নেই,
অথবা রিসোর্স নেই। আপনি ভাবতে পারেন লিনাক্সের জন্য কেন বানাবে, লিনাক্সতো
পপুলার না। আপনি এই থ্রেডেই সবার দেয়া জবাব পড়েই আপনার ভুলটা বুঝতে পারবেন আশা
করি।
আমার মেইলে আমি ফেয়ার তুলনা করার চেষ্টা করেছি।
এখন আপনি যদি MS Office এবং OpenOffice / Libre Office তুলনা করেন, সেটা ঠিক
হবে। কারন দুটোই অালাদা সফ্টওয়ার এ্যাপলিকেশন, এবং তাদের ফিচারগুলোই তাদেরকে
তুলনা করার ক্রাইটেরিয়া হবে, তারা কোন প্ল্যাটফর্মে চলে সেটা নয়। আমি অবশ্যই
বলবো MS Office একটি অসাধারন অফিস সুট। এখানে অনকে কিছু সহজেই করে ফেলা যায়।
এবং এটি দেখতেও অনেক ভাল। তবে MS Office আজকে এই পর্যায় আসে নি, বহুদিন তারা
এক্সপেরিমেন্ট করে তারপর এই প্রডাক্টটি তৈরি কেরতে পেরেছে। OpenOffice / Libre
Office এর প্রগ্রেস আরও দ্রুত হচ্ছে, এবং আরও কিছু নতুন অফিস সুটেও
এক্সপেরিমন্ট চলছে অনবরত। আশা করছি জলদি আমরা সব সুন্দর ফিচার সম্পূর্ন একটি
অফিস সুট হিসেবে OpenOffice / Libre Office কে পাবো।
এত বড় মেইল পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
2011/5/30 maSnun <mailbox at masnun.me>
> 2011/5/30 Aniruddha Adhikary <aniruddha at adhikary.net>
>
> > উবুন্টু বাংলাদেশ অফিসিয়াল কিছু নয়। এটা শুধুমাত্র একটা ইউজার গ্রুপ।
> >
>
> আমি তো জানতাম এটা উবুন্টুর লোকাল টীম, অফিসিয়ালি স্বীকৃত
>
>
> >
> > তবে, আপনার অবগতির জন্য জানাচ্ছি, এই শখের বশে বানানো প্রজেক্টে বিশ্বের ৯৫%
> > সুপার কম্পিউটার, গুগল, ফেসবুক এর ওয়েবসার্ভার, এন্ড্রয়েড স্মার্টফোন, ঢাকা
> > স্টক এক্সচেঞ্জ, NASDAQ ইত্যাদি প্রতিষ্ঠানের সার্ভার চলছে।
> >
>
> এখানে একটা কথা আছে, লিনাক্স এর কিন্তু কমার্সিয়াল ভার্সন আছে । বড় বড়
> কোম্পানিগুলো অনুদান দেয় । একেবারে যে সবাই নিজের খেয়ে লিনাক্সে অবদান রাখে
> এরকম না । ক্যানোনিকালে যারা কাজ করে তারা কি বেতন নেন না?
>
>
>
> >
> > লিনাক্সকে ভিত্তি করে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অনেকেই ডোনেশন দিচ্ছে।
> > প্রতিষ্ঠানগুলো লিনাক্সকে সাহায্য করছে। ওপেনসোর্স সফটওয়্যারের শক্তি আপনি
> > কল্পনা করতে পারবেন না। অভ্র এবং বিজয়ের পার্থক্যগুলো দেখুন তো। কোনটা বেশি
> > ফিচারসমৃদ্ধ? বিজয় না অভ্র?
> >
>
> অভ্র কিন্তু পুরোপুরি ওপেনসোর্স না, এর কন্ট্রিবিউটর ও কিন্তু অল্প কয়েকজন ।
> তুলনাটা কি ঠিক হল?
>
>
>
> >
> > 2011/5/30 Habib Kabir <kobir_eee at yahoo.co.uk>
> >
> > > অনেক ধন্যবাদ আলোচনায় অংশগ্রহন করার জন্য।
> > >
> > > আমি নিজে ফুলটাইম লিনাকস ব্যবহারকারী নই, মাঝেমাঝে মিন্ট ব্যবহার করি।
> > লিনাকস
> > > ব্যবহারের মূল সমস্যা হচ্ছে এমএস অফিস। আমাকে এমএস অফিস খুব ব্যবহার করতে
> > হয়,
> > > যা
> > > কিনা ওপেন অফিসে একেবারেই ফরম্যাট ভেংগে যায়। এক্সেলের অনেক ফর্ম কাজ
> > করেনা।
> > > এমনি
> > > অনেক সমস্যা। সেজন্য আমি মনে করি যে এটা এখনো উইন্ডোজের সমকখ্য হয়নি।
> > > হার্ডওয়্যার
> > > আর গেমের কথা তো বাদই দিলাম। ডটনেট ও কাজ করেনা। অনেক সমস্যা।
> >
>
>
> গেম গুলো উইন্ডোজের জন্য বানানো । কিভাবে কাজ করবে বলুন? ডট নেট ও শুধু
> মাইক্রোসফট উইন্ডজের জন্য । এদেরকে বলুন লিনাক্স সাপোর্ট দিতে । এটা লিনাক্সের
> ফল্ট না । একটি গেম বা সফটওয়্যার কোন প্লাটফর্ম সাপোর্ট করবে তা পুরোপুরি
> ডেভেলপারের হাতে থাকে এটা নিশ্চই বোঝেন ।
>
> লিনাক্সের জন্য অনেক গেইম আছে । ডট নেট এর বিকল্প হিসেবে এর চাইতে ভাল জিনিস
> আছে । পাইথন ট্রাই করে দেখুন ।
>
>
>
> > >
> > > আমি জানতে চাইছিলাম যে এত এত সমস্যার পরও আপনারা কি মনে করেন যে উবন্টু
> > লিনাকস
> > > একদিন উন্ডোজের সমান সমান হবে? সবস সমস্যার সমাধান হবে কি? লিনাকস সমাজ
> এসব
> > > সমস্যাকে কিভাবে দেখছে? তাদের কি এসব সমাধানে কোন কর্মপরিকল্পনা আছে?
> >
>
> এত বিশাল প্রশ্ন । হ্যা হবে, কেননা লিনাক্সে অনেক কিছু আছে যা উইন্ডোজে নাই ।
> দুনিয়ার বড় বড় কোম্পানিগুলো লিনাক্সে সুইচ করছে । আজ যেমন আপনার অফিসের বা
> লেখাপড়ার কাজ উইন্ডোজ ছাড়া চলছে না, কাল এগুলো লিনাক্স ছাড়া চলবে না ।
>
>
>
> > >
> > > আরেকটা ব্যাপার অর্থনৈতিক যোগান না থাকলে কোন প্রজেক্টে কেউ লেগে থাকেনা।
> > তাই
> > > শুধু
> > > শখের বশে যারা লিনাকস ডেভলপ করে তারা কিন্তু ধারাবাহিকভাবে থাকবেনা।
> উন্ডোজে
> > > সফটওয়ার ডেভেলপ করে লোকজন টাকা-পয়সার জন্য, তাহলে লিনাকসে কেন সে ডেভেলপ
> > > করবে? সে ত
> > > টাকা পাচ্ছেনা? মানে রোজগার হচ্ছেনা।তাছাড়া শখের বশে বানানো সফটওয়ারের
> > চেয়ে
> > > প্রফেশনালী ডেভেলপ করা সফটওয়ার অনেক ভালো হবে - তাই নয় কি? শখের বানান
> > > সফটওয়ার দিয়ে
> > > প্রফেশনাল সফটওয়ারের সাথে প্রতিযোগীতা করা খুব কঠিন বলেই মনে হয়।আসলে এই
> > > ব্যাপারগুলাই ঠিকমত বুঝতে পারিনা।
> >
>
> রোজগারের ব্যপারটা উপরেই বলেছি । অনুদান আছে, কমার্সিয়াল প্রোডাক্ট + সার্ভিস
> আছে ।
>
>
> > >
> > > আমি যে অনুষ্ঠানের কথা বলছি সেটা গতবছর হয়েছিল, ঢাকা ভার্সিটিতে,
> > > মিন্টু-বনটুর
> > > আড্ডা বা এই ধরনের নাম। উবন্টু বাংলাদেশ যেই ডিস্ক দিয়েছিল ঐটা টাকা
> দিয়ে
> > > কিনে
> > > দেখেছিলাম যে কোন কাজের না - পুরো টাকাটাই নষ্ট হয়েছিল, কিন্তু দাম ছিল
> মনে
> > > হয় ৬০
> > > টাকা! ওটার কথাই বলছিলাম। এরপর থেকে আর কাউকে বিশ্বাস করিনা। উবন্টু
> > বাংলাদেশই
> > > যদি
> > > এরকম করে তাহলে অন্যরা কি করবে? এইটা অন্য কথা অবশ্য। তাই কেউ নিজের লাভ
> > ছাড়া
> > > নিসার্থভাবে কাজ করছে - এটাই বিশ্বাস হয়না। দয়া করে কেউ আবার কিছু মনে
> > > করবেননা।
> >
>
>
> দেখুন, হয়ত ঐ অনুষ্ঠানের খরচ চালাতে এমন করা হয়েছিল । তবে ব্যক্তিগতভাবে বা
> কোন
> প্রতিষ্ঠানের উদ্যোগে এমনভাবে লিনাক্সের সিডি ডিভিডি বিক্রি আমার মতে
> সমর্থনযোগ্য না । যদি নিজের শ্রমের মূল্যই নেন, তাহলে আপনি ব্যবসায়ী ।
> স্বেচ্ছাশ্রম বলে কিছু থাকছে না সেখানে ।
>
> --
> ***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
> *
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
samir
{ www.incurlybraces.com }
More information about the ubuntu-bd
mailing list