[Ubuntu-BD] আপনি কি মনে করেন? লিনাক্স কি আসলেই উন্ডোজের সমান সমান না?

Md Ashickur Rahman Noor ashickur.noor at gmail.com
Mon May 30 17:32:59 UTC 2011


সকালে মেইলটি দেখলাম, মনে করলাম বাসায় এসে উত্তর দিব। কিন্তু দেখি সবাই উত্তর
দিয়ে দিয়েছে।

আপনারা যে লিনাকস বা উবন্টু নিয়ে খাটাখাটনি করছেন এতে আপনাদের লাভ কি?
সবাই যদি লাভের আশায় কাজ করত তাহলে দুনিয়ায় বিজ্ঞান এত তড়িৎ গতিতে উন্নতি করত
না। লাভ আছে তাহল নিজে যা জানি তা আরেক জনকে জানানর মজা। এভাবে জ্ঞান বৃদ্ধি
পায়।

আপনারা কি কোন কোম্পানির কাছ থেকে বেতন বা সম্মানি পান?
বেতন বা সম্মানি তো পাই না বরং নিজেরদের সময় দিতে হয় অনেক। আজকেও একজন কে
ডিভিডি পাঠালাম, কিন্তু এতে কোন লাভ না হলেও লাভ আছে তা হল আপনাকে একজন চিনবে
এবং আপনার দ্বারা লিনাক্স প্রচারিত হচ্ছে। লিনাক্স এর এরকম প্রচারনার জন্য
মাইক্রোসফট নিজেই লিনাক্সকে ম্যাকের চেয়েও বেশি ভয় পায়।

একবার লিনাক্সের একটা অনুষ্ঠানে ৬০-৭০ টাকায় একটা ডিভিডি কিনেছিলাম। একটা ফ্রি
জিনিসের ডিভিডি এতদামে বিক্রি করে যে আয় রোজগার হচ্ছে সেটা কি লিনাকস বা
 উবন্টু কম্পানিতে একটা ভাগ দিতে হয়? কম্পানিকে ভাগ দেবার পর আপনাদের কাছে
থাকে কতটুকু?

উত্তর আগেই দিয়ে দেওয়া হয়েছে।

লিনাক্স একটি মুক্ত সোর্স সফটওয়্যার এবং মুক্ত সোর্স আদর্শের সবচেয়ে বড় বাহক।
এই মুক্ত সোর্স এর জন্য জগতের লাখ মানুষ কাজ করে যাচ্ছে কারন একটাই তারা জানে
তারা যা করবে তা অন্য কেউ নতুন পর্যায়ে নিয়ে যাবে কিন্তু তাদের কাজের সীকৃতি
কোন দিনও বিলিন হয়ে যাবে না। এটাই লিনাক্স চালানর এবং এর পিছনে কাজ করার লাভ।

স্বীকার করি লিনাক্সে অনেক হার্ডওয়্যার না অনেক ভাল সফটওয়্যার কাজ করে না।
কিন্তু ধীরে ধীরে এগুলোর সাপোর্টও এসে পড়ছে কারন এটি ওপেন সোর্স কিন্তু উইন্ডোজ
ক্লোজ সোর্স
----------------------------------------------------------
Dedicated Linux Forum in
Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
Thank you
Md Ashickur Rahman


More information about the ubuntu-bd mailing list