[Ubuntu-BD] আপনি কি মনে করেন? লিনাক্স কি আসলেই উন্ডোজের সমান সমান না?

sagir khan sagir42 at gmail.com
Mon May 30 11:11:18 UTC 2011


ভাই এই বিষয়ে আর কোন কথা বলবো না। কারন এক এক করে অনেক বিষয় বের হয়ে আসবে
যেগুলো আমরা নকল আর চুরি ব্যবহার করি। সব কিছুইযে আমি ত্যাগ করতে পারবো তা না।
বাংলাদেশ পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে তিন নম্বরে আছে (আগের বছরের
খবর) সেই জন্য পাইরেটেড সফটওয়্যার ব্যবহারে আমার এতটা লাগে।

আর আপনার কথা বলছেন। যত যাই বলুননা কেন অফটপিক কথাটা এনে সত্যিই বিরক্ত করেছেন।
কারন মানুষকে আমি এই কারনে লিনাক্সে উদ্বুদ্ধ করি না যে এটি ভাইরাস মুক্ত,
তাদের কে ওপেনসোর্স আর পাইরেটেড সফটওয়্যার বিষয় বুঝিয়েই বলি লিনাক্স ব্যবহার
করতে। আমরা নাহয় সবই চুরি করি। একদিকে তো ভাল হওয়্যার সুযোগ আছে. . .

আমার আগের এ এই প্রতুত্তরে কষ্ট পেলে ক্ষমা করবেন. . .

৩০ মে, ২০১১ ২:৪৮ pm এ তে, maSnun <mailbox at masnun.me> লিখেছে:

> 2011/5/30 sagir khan <sagir42 at gmail.com>
>
> > অফটপকি প্রশ্নগুলো কেন আনলেন বুঝলাম না? মনে হচ্ছে লিনাক্সককে বাজে প্রমাণ
> > করেই
> > ছারবেন।
> >
>
> আমার আগের রেপ্লাইগুলো দেখে কি মনে হয়েছে আমি লিনাক্সকে বাজে প্রমাণ করার
> চেষ্টা করছি ? আমার ব্লগে গেলেই বুঝবেন আমি কোন অপারেটিং সিস্টেম এর গুন গান
> করে থাকি ।
>
>
> >
> > আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। জুনে মাস্টার্স দিবো. ..
> >
>
> আপনার বইগুলো কি জেনুইন নাকি ঢাকায় ফটোকপি করা?
>
>
>
> >
> > শুনেন যদি ভালতে সমর্থন করতে না পারেন ভাল কথা দয়া করে তাকে খারাপ বানানোর
> > চেষ্টা থেকে বিরত থাকার চেস্টা করবেন. . .
> >
>
> জ্বী, আপনার উপদেশের জন্য ধন্যবাদ । আপনাকে ছোট্ট একটা পরামর্শ দেই - আগে কারো
> সম্পর্ক জানুন, বুঝুন তারপর তাকে উপদেশ দিন ।
>
> যে কোন জিনিসেরই ভাল মন্দ থাকে । অন্ধভাবে কোন কিছুর গুনগান গাওয়া ভাল না ।
> লিনাক্সের প্রচারের সময় এর সমস্যাগুলোও তুলে ধরা উচিত যাতে খুব বেশী উচ্চাশা
> তৈরি না হয় । আমরা অনেকেই লিনাক্সকে এমনভাবে তুলে ধরি যাতে ব্যবহারকারীর কাছে
> মনে হয় লিনাক্স না জানি কি, এরপর যখন সে দেখে তার অনেক কিছুই কাজ করে না তখন
> সে
> পথভ্রষ্ট হয়, লিনাক্সের গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে। আমাদের উচিত সবাইকে বুঝিয়ে
> বলা
> লিনাক্সের কি কি অসুবিধা আছে, সেগুলো কেন আছে ।
>
> আর আমার অফটপিক প্রশ্নের মূল কারণ আপনার "চোর" বিষয়ক কথকতা । আমরা যেখানে
> জ্ঞান
> অর্জন করি ফটোকপি বই পড়ে সেখানে মাঝে মাঝে নিজের কাছেই কেমন যেন লাগে অন্যকে
> চোর বলতে ।
>
> তবে আপনার আদর্শকে আমি সম্মান করি । সাধুবাদ জানাই ঐ পাইরেটেড জিনিসগুলো মুছে
> ফেলার জন্য ।
>
>
>
>
>
> >
> > ৩০ মে, ২০১১ ১:৪২ pm এ তে, maSnun <mailbox at masnun.me> লিখেছে:
> >
> > > >
> > > > ভাই আমি লিনাক্স ব্যবহার করি কারন এটি আমাকে চুরি করতে শেখায় না। আর
> > তাছাড়া
> > > > বার
> > > > বার ভাইরাসে টিকা নেওয়ার মত এত ধৈর্য আমার নেই।
> > > >
> > >
> > > ভাই এখানে একটা অফটপিক প্রশ্ন আছে, আপনি কি বিদেশী মুভি দেখেন? বিদেশী গান
> > > শোনেন? কোন বাংলাদেশী ভার্সিটিতে লেখা পড়া করেছেন ?
> > >
> > > --
> > > ***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
> > > *
> > > --
> > > Ubuntu Bangladesh
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > >
> >
> >
> >
> > --
> > ধন্যবাদ
> > সগীর হোসাইন খান
> > _______________________________________________________________
> > ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽
>> > _______________________________________________________________
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
>
>
>
> --
> ***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
> *
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list