[Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

Md Ashickur Rahman Noor ashickur.noor at gmail.com
Sun Oct 30 16:03:05 UTC 2011


রাসেল ভাই, এঞ্জেল ভাই, অভ্রনীল ভাই এবং সৌগত দা এদের কে আমি অনেক মিস করি।
তাদের সাহায্য এবং সহযোগীতা ছাড়া আমি মনে হয় আজকে উবুন্টু'র সাথে থাকতামই না।
সেই লিফো'র প্রথম পোস্ট থেকেই তারা আমাকে সাহায্য করেছেন। কিন্তু তাদের একজন
দেশের বাহিরে এবং বাকিরা কাজে ব্যস্ত থাকায় আমাদের সাথে যোগ দিতে পারেন নাই।
আশা করি আগামী আয়োজনগুলোতে তারা আমাদের  সাথে থাকবেন,  যাদের সাহায্য এবং
সহযোগীতায় আজকে আমি উবুন্টুতে সুখে কম্পিউটিং করতে পারছি।

আমার সেই মেইলটির জন্য আমি আবার দুঃখিত। আসুন আমাদের কর্মব্যস্ত জীবনের মাঝেও
সকল ভেদাভেদ ভুলে আবার আমাদের নতুন প্রজন্মদের জন্য কিছু করি। না হলে নতুনরা
আমার মতন আকড়ে ধরে রাখতে পারবে না।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in
Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
Thank you
Md Ashickur Rahman
Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
01611151550




> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list