[Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

Shahriar Tariq shahriar at linux.org.bd
Sun Oct 30 17:14:39 UTC 2011


পুরানো দিনের কথা মনে পড়লো। আমাদের সর্বকালের সেরা রেকর্ড ছিলো ১৫০+
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ৮.১০ এর রিলিজ পার্টি। শামীম ভাইয়ের অতুলনীয়
সহযোগীতা পেয়েছিলাম এখনও মনে পড়লে গুরু বলে ওনার কদমবুসি নিতে ইচ্ছে করে।

ওই অনুষ্ঠানের একটা লিঙ্ক পেলাম আমাদের প্রযুক্তি ফোরামে কিন্তু দুঃখজনকভাবে
ছবির লিঙ্ক ডেড

http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=2569

একইরকম সাহায্য পেয়েছিলাম ফেরোরা ১২ (নাকি ১১??) রিলিজ পার্টির সময়ও। শামীম
ভাই রকস


-
শাহরিয়ার


More information about the ubuntu-bd mailing list