[Ubuntu-BD] উবুন্টু/কুবুন্টুর বাংলা টিউটোরিয়াল লেখা শুরুর ব্যাপারে আহবান...
Kabbo Sarker
kabyaa1 at gmail.com
Wed Feb 22 15:07:30 UTC 2012
Teamwork in important. I will try to help, but I can't confirm! :S
On Wed 22 Feb 2012 09:03:43 PM BDT, M. Adnan Quaium wrote:
> টিউটোটার মূল লিংক হবে অনেকটা এরকম:
> https://wiki.ubuntu.com/BangladeshiTeam/Tutorial/
>
> আপাতত .odt তে লিখে আমাকে পাঠালেও হবে, আমি সম্পাদনা করে উইকিতে দিয়ে দেব।
> কিন্তু তারো আগে আমাদের যা দরকার সেটা হচ্ছে একটা টিউটোরিয়াল বাহিনী যারা
> প্রতি রিলিজেই টিউটোটা আপডেট করবে। এবং যারা নতুন টিউটো লেখকদের গড়ে তুলবে।
> পুরো ব্যাপারটা হবে একটা ধারাবাহিক প্রক্রিয়া। তাছাড়া কাজগুলো ভাগ করে নেয়া
> দরকার।
>
> লেখার কাজগুলোও ভাগ করে নেয়া দরকার। স্ক্রিনশটগুলো সবারই একই রকম হওয়া জরুরি,
> নাহলে লোকজন একেক পেজে একেক স্ক্রিনশট দেখে ভড়কে যাবে।
>
> 2012/2/22 Md Ashickur Rahman Noor<ashickur.noor at gmail.com>
>
>> সহায়িকা লেখা কি উইকিতে শুরু করব নাকি গুগল ডক্সে। আমি গুগল ডক্সে লেখার
>> পক্ষে। আপনারা কী বলেন?
>>
>
>
More information about the ubuntu-bd
mailing list