[Ubuntu-BD] উবুন্টু/কুবুন্টুর বাংলা টিউটোরিয়াল লেখা শুরুর ব্যাপারে আহবান...
Md Ashickur Rahman Noor
ashickur.noor at gmail.com
Wed Feb 22 17:56:17 UTC 2012
টিম করে কাজ করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখ জনক হলেও সত্য আমাদের দেশে টিম
নিয়ে কাজ করা অনেক সমস্যা। যাই হোক টিম করেন। আমি প্রুফ রিডিং এর দায়িত্ব নিতে
পারবো না (আমি এই কাজে অনেক পাকা তো তাই:P)। এছাড়া অন্য কোন কাজ দিলে সমস্যা
নাই। আশা করি আগামী ৭ দিনের মধ্যে আমি ডক ফাইল দিয়ে দিবো।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
Volunteer, FOSS Bangladesh <http://fossbd.org/> && Mozilla
Reps<https://wiki.mozilla.org/ReMo>
01611151550
2012/2/22 Kabbo Sarker <kabyaa1 at gmail.com>
> Teamwork in important. I will try to help, but I can't confirm! :S
>
>
> On Wed 22 Feb 2012 09:03:43 PM BDT, M. Adnan Quaium wrote:
>
>> টিউটোটার মূল লিংক হবে অনেকটা এরকম:
>> https://wiki.ubuntu.com/**BangladeshiTeam/Tutorial/<https://wiki.ubuntu.com/BangladeshiTeam/Tutorial/>
>>
>> আপাতত .odt তে লিখে আমাকে পাঠালেও হবে, আমি সম্পাদনা করে উইকিতে দিয়ে দেব।
>> কিন্তু তারো আগে আমাদের যা দরকার সেটা হচ্ছে একটা টিউটোরিয়াল বাহিনী যারা
>> প্রতি রিলিজেই টিউটোটা আপডেট করবে। এবং যারা নতুন টিউটো লেখকদের গড়ে তুলবে।
>> পুরো ব্যাপারটা হবে একটা ধারাবাহিক প্রক্রিয়া। তাছাড়া কাজগুলো ভাগ করে নেয়া
>> দরকার।
>>
>> লেখার কাজগুলোও ভাগ করে নেয়া দরকার। স্ক্রিনশটগুলো সবারই একই রকম হওয়া জরুরি,
>> নাহলে লোকজন একেক পেজে একেক স্ক্রিনশট দেখে ভড়কে যাবে।
>>
>> 2012/2/22 Md Ashickur Rahman Noor<ashickur.noor at gmail.com>
>>
>> সহায়িকা লেখা কি উইকিতে শুরু করব নাকি গুগল ডক্সে। আমি গুগল ডক্সে লেখার
>>> পক্ষে। আপনারা কী বলেন?
>>>
>>>
>>
>>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/**mailman/listinfo/ubuntu-bd<https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd>
More information about the ubuntu-bd
mailing list